Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে:

যুব সমাজকে দায়িত্ববান , আত্মবিশ্বাসী ও আত্মনিভরশীল করে সুসংগঠিত উৎপাদনমূখী শক্তিতে রুপান্তরের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃস্টি করে যা, পরবতীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হিসেবে নামকরণ করা হয়। মাঠ পর্যায়ে যুব কার্যক্রম  বাস্তবায়নের জন্য ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর গঠন করা হয়।

জাতীয় যুব নীতি অনুযায়ী ১৮ – ৩৫ বছর বয়সী জনগোষ্টীকে যুব হিবেসে সজ্ঞায়িত করা হয়। এ বছর সীমার জনসংখ্যা ২০১১ সালের আদমশুমারী  ও গৃহ গণনা অনুযায়ী ৪ কোটি ৮০ লক্ষ্য ২৪ হাজার ৭০৪ জন যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ  । বতর্মানে যুব উন্নয়ন অধিদপ্তর দেশের সকল জেলা, উপজেলা  উপজেলা ও ইউনিট থানাসমূহে যুব কাযর্ক্রমবাস্তবায়ন করছে।

যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কাযালয় ১৯৯৫ সালে প্রতিষ্টিত হয়।  এ কাযালয় শুরু হতে এ এলাকায় বেকার যুব সমাজকে উদ্ধুদ্ধকরন , প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষণাত্তোর ঋণ সহায়তা প্রদান , যুব সংগঠন তালিকাযুব ভুক্তকরণ/রেজি্রেস্ট্রশন প্রদান,সংগঠনসমূহের মধ্যে অনুদান প্রদান, জাতীয় যুব পুরস্কার প্রদানসহ বিভিন্ন জনসচেতনতামূলক কাযর্ক্রম বাস্তবায়ন করে আসছে।